শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

নতুন মামলায় কামরুল-পলক-মামুনসহগ্রেপ্তার ৫

নতুন মামলায় কামরুল-পলক-মামুনসহগ্রেপ্তার ৫

আদালত প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার পৃথক নতুন মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন—যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন।

এর আগে সকাল ৯টার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলাগুলোর মধ্যে লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com