শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

দোহারে সরকারি ভবনে কুড়া-ভূষির গুদাম, দেখার কেউ নেই!

দোহারে সরকারি ভবনে কুড়া-ভূষির গুদাম, দেখার কেউ নেই!

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহারে সরকারি ভবনে কুড়া-ভূষির গুদাম দিয়ে ব্যবসা করছেন মো. মঙ্গল নামের এক ব্যবসায়ী। উপজেলার রাইপাড়া ইউনিয়নের পালামগঞ্জ বাজারে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি জমিতে থাকা পুরাতন ভবনটি ব্যবহার করছেন স্থানীয় এই কুড়া-ভূষি ব্যবসায়ী।

সরেজিমেন গিয়ে দেখা গেছে, পালামগঞ্জ বাজারে মাছ বাজারের পাশে একটি পুরনো ভবন রয়েছে। সেখানে স্পষ্ট করে সাইনবোর্ড টাঙিয়ে সতর্কীকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এই জমির মালিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মৌজা বড় ইকরাশি, জমির পরিমাণ ০.০৪ শতাংশ। আরএস দাগ নং-১৪৫০, খতিয়ান নং-৩। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দোহার, ঢাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি এই ভবনের ভীতরে প্রবেশ করলে দেখা যায় কুড়া-ভূষির গুদাম হিসেবে ব্যবসা করছেন ব্যক্তি স্বার্থে ওই ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সরকারি এই জমিটি ব্যক্তি স্বার্থে ব্যবহার করলেও এ যেন দেখার কেউ নেই। সংশ্লিষ্ট দপ্তর থেকে সাইনবোর্ড টাঙানোই তাদের যেন দায়িত্ব শেষ। নেই বিশেষ কোন নজরদারি। দোহার কৃষি অফিস থেকে নিয়মিত মনিটরিং না করায়, তাদের দফতরের জমি দখল করে গুদাম বানিয়ে ব্যবহার করছেন ব্যবসায়ীরা।

জনমতে প্রশ্ন জমিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, কিন্তু এই দফতর থেকে কখনোই নিয়মিত তদারকি করা হয় না। দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণেই এমনটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই এলাকায় যেসব উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ব্লক পর্যায়ে দায়িত্বে রয়েছে তারাও কখনও এই জমি ও ভবনের বিষয়ে খোঁজ নেয় না৷ এভাবে পড়ে থাকার কারণে সুযোগ কাজে লাগিয়ে যে যার মত করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন সরকারি সম্পত্তি।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের কয়েকজন ক্ষুদে ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, সরকারি জমিতে থাকা এই ভবনটি দীর্ঘদিন ধরে মঙ্গল নামের কুড়া-ভূষি ব্যবসায়ী দখল করে রেখে গুদাম ঘর হিসেবে ব্যবহার করছেন। অথচ এসব বিষয়ে কখনও নজর দিচ্ছেন না কর্মকর্তারা৷

কুড়া-ভূষি ব্যবসায়ী মঙ্গল বলেন, সরকারি এই ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় আমি গুড়া-ভূষি রাখি। যদি সরকারি লোক এসে নিষেধ করে তাহলে মালামাল বের করে ফেলবো।

বিষয়টি নিয়ে দোহার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকতার ফারুক ফুয়াদের কাছে জানতে চাইলে মুঠোফোনে কোন মন্তব্য করতে রাজি হয়নি। পরে মোবাইলের সংযোগ কেটে দেয়।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক(ডিডি) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী মুঠোফোনে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জমিতে থাকা ভবন কুড়া-ভূষির গুদাম বানিয়ে ব্যবসা করার কোন সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com