শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

দোহারে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

দোহারে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে দোহার উপজেলার আওতাধীন পুজা মণ্ডবগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় দোহার উপজেলার সার্বিক পূজা প্রস্তুতির কথা তুলে ধরেন দোহার উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশী।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন- ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক, দোহার আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মো. আসিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মামুন খান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সহ উপজেলা বিএনপি, জামায়াত, অধিকার পরিষদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com