সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, দোহারঃ রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় চলাচল করতে পারছে না দুই শতাধিক পরিবার। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত এ রাস্তা খুলে দেয়ার দাবি জানান। ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেল তিনটায় তাঁরা এর প্রতিবাদে মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, তাঁদের বাপ দাদার আমলের রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্থানীয় শাহাবুদ্দিন চিশতি ওরফে হিরু। স্থানীয়দের দাবি দ্রুত এ রাস্তাটি খুলে দিয়ে গ্রামবাসীর যাতায়াতের ব্যবস্থা করা হোক। সুন্দরীপাড়া ও শিলাকোঠার দুই শতাধিক পরিবার প্রতিনিয়ত এ রাস্তা ব্যবহার করে হাট বাজার স্কুল কলেজে যায়।
দেয়াল নির্মাণ করে রাস্তাটি আটকে দেয়ায় শিশু বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান ওই এলাকার বাসিন্দা মমরেজ মিয়া। শিলাকোঠা এলাকার বাসিন্দা নিলুফা ইয়াসমিন বলেন, কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো রিক্সা গাড়ী দিয়ে চলাচল করতে পারবো না। এমন অমানবিক কাজের নিন্দা জানাই। দ্রুত রাস্তাটি খুলে দিতে প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা চাই।
গ্রামবাসীর এ সমস্যার পাশে দাড়িয়েছেন দোহারের মানবিক সংগঠন সেটুগেদার। এ সংগঠনের সংগঠক লিয়াকত হোসেন বলেন, গ্রামের মধ্যে এ ধরনের বৈরিতা থেকে সকলকেই বেড়িয়ে আসা উচিত। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
স্থানীয় মানু মোল্লা(৭০) বলেন, গ্রামের মানুষের এ রাস্তাই তাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র উপায়। সেটাও আবার শত বছরের পুরনো সড়ক। দ্রুত রাস্তাটি খুলে দেয়ার দাবি জানান তিনি।
এবিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু বলেন, রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে। আমি অর্ধেক রাস্তা দিয়েছি পাশের জমি থেকে বাকিটা নিলেই কোনো সমস্যা থাকবে না।