সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানীকে জরিমানা

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:: ঢাকার দোহার উপজেলায় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিং করার উদ্দেশ্যে কার্তিকপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিং করার উদ্দেশ্যে কার্তিকপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিষ্টির দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা পচাঁ-বাসি মিষ্টি (প্রায় আড়াই মন) ধ্বংস করা হয় এবং পঁচা-বাসি মিষ্টি রাখার অপরাধে ইসলামিয়া মিষ্টি ঘর, রণজিৎ মিষ্টান্ন ভান্ডার, গোপাল মিষ্টান্ন ভান্ডার ও মদিনা মিষ্টি মেলা নামে ৪ মিষ্টির দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে অধিক মুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মুল্য তালিকা সঠিকভাবে সাটানোর বিষয়ে সতর্কতা জারি করেন। একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মুল্য সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দোহার থানা পুলিশ সহাযোগিতা প্রদান করেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com