শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহারে মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মো. শহিদ চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ প্রতিদিনের মত শুক্রবার তাঁর গ্যারেজে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টায় রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এসময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাঁকে উঠানোর চেষ্টা করেন রিফাত। অনেক ডাকাডাকির পরও শহিদ সাড়া শব্দ না পেয়ে পার্শ্ববর্তী দোকানদারকে ডেকে আনা হয়। পরে তাঁরা পুলিশকে খবর দিলে ওই গ্যারেজ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তবে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গ্যারেজ থেকে একটি অটোরিক্সা ও চারটি রিক্সা থেকে ১৬টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে বলে জানা যায়। এসব চুরি করতেই তাঁরা শহিদকে হত্যা করতে পারে বলে ধারনা করছে এলাকাবাসী।
দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, হত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করা হতে পারে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক ঘটনা জানা যাবে। এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।