সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন

তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা

তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:: তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলেজটি শাটডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া, সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালন করবে কলেজের শিক্ষার্থীরা। এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংকরোড।

তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা, শিক্ষা উপদেষ্টা বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, তিতুমীর বিশ্ববিদ্যালয়ের কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাহমুদুল হাসান মুক্তার বলেন, “আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কলেজে কমপ্লিট শাটডাউন চলবে। কোনো প্রকার প্রশাসনিক কাজ চলবে না।”

তিনি আরো বলেন, “রাষ্ট্র বার বার বিভিন্ন আশ্বাস দিয়ে আমাদের সঙ্গে ইচ্ছা করে দ্বিচারিতা করেছে। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের বাধ্য করছে। তারা আমাদের সঙ্গে কথা বলতে ও বসতে নারাজ। আমরা বারবার শুধু ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা। বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা শিথিল করছি। তবে সোমবার থেকে কোনো শিথিল হচ্ছে না।”

এর আগে সন্ধ্যায় প্রায় ২ ঘণ্টা অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান তারা।

তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চমদিনের মতো অনশন পালন করছেন কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি তারা প্রতিষ্ঠানটিতে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com