শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বুধবার দুপুর ১২ টায় সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞার অপসারণের দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন (নিবন্ধন নং ঢাকা-৩২৫৬), যা জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্গত, এই বিক্ষোভের আয়োজন করে। কর্মসূচী চলাকালে বিক্ষোভকারীরা সচিবের অপসারণের দাবি তুলে শ্লোগান দেন এবং এ ব্যাপারে প্রশাসনের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরিফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু।
বিক্ষোভকারীরা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার হাসিনা ও জালিম মেয়র তাপসের আস্থাভাজন সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতি ও নাগরিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন।
তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা সিটি কর্পোরেশনে অবৈধ আর্থিক লেনদেনের সাথে যুক্ত, যা জনস্বার্থের বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বৃত্তায়নের একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হচ্ছে এবং দেশের শাসনব্যবস্থার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ কর্মচারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায়, স্বৈরাচার হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা তাদের প্রতি অমানবিক আচরণ ও হেনস্তা করছে। আওয়ামী লীগ ছাড়া অন্য সাধারণ কর্মচারীদের প্রমোশন না দেওয়ার অভিযোগ উঠেছে। যারা আওয়ামী লীগের শাসনামলে অবৈধভাবে সুবিধা পেয়েছেন, তারা বিভিন্নভাবে অব্যাহত সুবিধা গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে সাধারণ কর্মচারীরা তাদের কাজের প্রতি অনীহা প্রকাশ করছে এবং এক ধরনের হতাশায় ভুগছে।
বিক্ষোভকারীরা সচিবের অপসারণের দাবি জানিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নাগরিকবান্ধব প্রশাসনের আহ্বান জানিয়েছেন।