শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ট্র্যাসি জ্যাকবসন

ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ট্র্যাসি জ্যাকবসন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশে সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন।

আগামী শনিবার থেকে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতি জ্যাকবসন নেয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোতে সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ ও সম্মানজনক কূটনৈতিক ক্যারিয়ারে তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে দায়িত্ব পালন করেছেন। এর আগে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ইউএস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন জ্যাকবসন।

বাংলাদেশে নবনিযুক্ত ভারপ্রাপ্ত এই রাষ্ট্রদূত ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করেছেন। তিনি লাটভিয়ার রিগায় ইউএস দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মূলত, পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস যাবৎ শূন্য রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কারণে নিয়মিত রাষ্ট্রদূত নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com