শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়া নগর স্টেশনের আউটার এলাকায় এ ঘটনাটি ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাষ্টার হাসান আবিদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com