শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক বলেন, জনপ্রিয়তা না হারিয়ে দ্রুত নির্বাচন দিন। না হলে জনগন ফ্যাসিবাদী আওয়ামী লীগের পরিস্থিতি সৃষ্টি করবে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে গালিমপুর সোনাবান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামত ফর্মূলার ৩১ দফা নিয়ে এক কর্মশালায় তিনি (আশফাক) এ কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই (পান্নু) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আশফাক বলেন, যাদের বয়স ৩০ বছর তারা কখনো ভোট দিতে পারেনি। দ্রুত নতুন প্রজম্মকে ভোট দেয়ার ব্যবস্থা করুন। দেশী বিদেশী অনেক ষড়যন্ত্র আছে। সব বাদ দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, দলীয় সরকার ছাড়া কোনো সংস্কারই টেকসই নয়। বিগত ১৭ বছর পর নেতাকর্মীরা আজ এখানে জড়ো হয়েছে। এতো বছর তাঁরা জেলখানা ও আদালতের বারান্দায় কেটেছে।
কর্মশালায় তারেক রহমানের দেয়া ৩১ দফাকে বাস্তবায়ন করতে তৃণমূল বিএনপিকে কঠোরভাবে নির্দেশনা মেনে চলতে বলা হয়। এসময় তিনটি ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা কর্মশালায় অংশ নেয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা বিএনপি জেষ্ঠ্য সহ-সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু, আব্দুস সালাম, এরশাদ আল মামুন, মাসুদ পারভেজ, খন্দকার আবু শফিক মাসুদ, মিজানুর রহমান, মাহবুবুর রহমান লিটন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম(নিরব), ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী শাহিনুর আলম, বিলকিস চৌধুরী, জোসনা আক্তার প্রমুখ।