সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফি: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

চ্যাম্পিয়নস ট্রফি: ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ

স্পোর্টস ডেস্ক:: আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টায় বিক্রি হয়ে গেছে। দুবাই স্টেডিয়ামের ২৫ হাজার টিকিট মুহূর্তেই শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে দুবাইয়ে বাংলাদেশ-ভারতসহ চার ম্যাচের সব টিকিট।

রাজনৈতিক দ্বন্দ্ব থাকায় আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে শুধুমাত্র বৈশ্বিক আসরে মুখোমুখি হয়, তাই ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন হয়তো আরও বেড়েছে।

দুবাইয়ের গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। এরপরই টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনলাইনেও টিকিটের একই দশা। অনলাইনে এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো ধরনের টিকিট পাচ্ছেন না সমর্থকেরা। আইসিসির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ ও ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ। ভারত পাকিস্তানের ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিকে দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ। দুবাইয়ে ম্যাচ হবে সব মিলিয়ে চারটি। তবে ভারত ফাইনালে উঠলে পাঁচটি। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। মূলত এই টুর্নামেন্টের আয়োজকও পাকিস্তান। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com