শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
চট্টগ্রাম ব্যুরো:: চট্টগ্রাম বন্দরে নোঙর করা তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ডলফিন জেটিতে আগুন লাগা ‘বাংলার জ্যোতি’ নামে জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে জাহাজটিতে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে কোস্টগার্ড ও নৌবাহিনীর ফায়ার টিম।
যদিও কী কারণে এবং জাহাজের কোন অংশে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাষ্ট্রীয় পতাকাবাহী তেলের ট্যাংকারটি বন্দরের বহির্নোঙ্গর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। জাহাজটিতে আগুন লাগার পর ওই এলাকার অন্য জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানান বন্দর কর্মকর্তারা।