সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা আটক

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা এবং প্রয়াত এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, ফখরুল আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নেভী কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে ফটিকছড়ির সাবেক এমপি তারিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর ভাণ্ডারি এবং এমপি খাদিজাতুল আনোয়ারসহ উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এসেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রাত ৯টার দিকে শতাধিক মানুষ কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দিতে থাকে। দীর্ঘ সময় ধরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেভি কনভেনশন হল। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফখরুল আনোয়ারকে আটক করা হয়।

প্রসঙ্গত, ফখরুল আনোয়ারের ছেলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের নাতনির বিয়ে হয়। নেভী কনভেনশনে বিয়ে পরবর্তী বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। সেখানে আওয়ামী লীগের উত্তর জেলার অনেক নেতাকর্মীকে দেখা যায়। তবে পরিস্থিতি ঘোলাটে হলে অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com