শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

গোপন বৈঠক: আবাসিক হোটেল থেকে ১৯ ইউপি সদস্য আটক

গোপন বৈঠক: আবাসিক হোটেল থেকে ১৯ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার থেকে:: কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৯ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশের অভিযোগ।

শুক্রবার গভীর রাতে শহরের কলাতলী ইউনি রিসোর্টের ৫ম তলার হল রুম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, আওয়ামীপন্থি ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে— এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন।

তবে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, কোনো গোপন বৈঠক নয়। মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। সেখানে দেশের ক্লান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। গোপন বৈঠক প্রধান সড়কের পাশে এত মানুষের অংশগ্রহণে হয় না।

পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়া মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিম বলেন, ‘আমাদের মেম্বারস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল। কিন্তু এভাবে আমাদের ভাইদের আটক করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, হোটেল ঘেরাও করায় আতঙ্ক সৃষ্টি হয় হোটেলটির আশে-পাশের এলাকায়। অনেক পর্যটককে হোটেল থেকে বের হয়ে চলে যেতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com