সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার দরবেশরা এখনো চক্রান্ত করছে—সারজিস আলম

খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার দরবেশরা এখনো চক্রান্ত করছে---সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:: খুনি হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসর দরবেশরা এখনো চারদিকে চক্রান্ত করছে। এছাড়া যারা আমাদের সাথে ফ্যাসিবাদ লড়াই করেছে তারাও নতুন কায়দায় ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে চলছে। তবে ছাত্ররা তাঁদের এ চক্রান্ত ও স্বার্থহাসিলের পথকে রুদ্ধ করবেই।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেল ৫টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে শ্রমিক জনতার মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এ কথা বলেন।

সারজিস আলম বলেন, নতুন বোতলে পুরনো মদ ঢেলে সেই আগের মতোই সব কিছু দখলের চেষ্টা চলছে। কিছু দল, কিছু গোষ্ঠি এদেশের মানুষের কোনো চিন্তা করছে না। তারা তাঁদের আখের গোছনোর চেষ্টা করছে। যে যতই চক্রান্ত করুক। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ধরণটা হবে ভিন্ন। এদেশের ছাত্র-জনতা ও কৃষক শ্রমিক সব পারে। তাঁদের অধিকার ছিনিয়ে নিতে আমরা মাঠে আছি থাকবো ইনশাল্লাহ।

সমন্বয়ক সারজিস বলেন, দোহার নবাবগঞ্জে আগের মতো হাত পেতে পিছন দরজা দিয়ে পকেট ভারী অভ্যাস এখনো শেষ হয়নি। নতুন করে আবার কেউ করার চেষ্টা করছে। তাঁদের এ আশা হাতাশায় পরিণত হবে অচিরেই। ছাত্র-জনতা নব্য কোনো স্বৈরাচারকে নতুন বাংলাদেশে মসনদে বসাবে না। এদেশে চাঁদাবাজ ও দখলবাজদের হাত বদল হয়েছে। তারা কিন্তু বসে নেই। হাটঘাট বাজার থেকে শুরু করে অফিস আদালতে থাবা মারার চেষ্টা করছে। আপনারা সর্তক থাকবেন।

খুনি হাসিনা পালিয়েছে কিন্তু তার দরবেশরা এখনো চক্রান্ত করছে—সারজিস আলম

সারজিস বলেন, যারা ভালো কাজ করবেন। তাঁদেরকে জনগণ সম্মান জানাবে। সেই রাজনীতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় ছাত্র শ্রমিকের বিকল্প নেই। তাঁদের আত্মহুতির মাধ্যমেই আজ দেশে হাসিনার একনায়ক শাসন ব্যবস্থার বিলোপ হয়েছে। ভবিষ্যতেও কেউ এভাবে করবে না তারও কিন্তু গ্যারান্টি নেই। তিনি আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে জনমত সৃষ্টি করতে সকল শ্রেণী পেশার মানুষকে আহবান জানান। এসময় দোহারের প্রায় এক হাজার রিকসা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। এছাড়া জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে দোয়া এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। সারজিস আলম ও নাগরিক কমিটির নেতারা নবাবগঞ্জ শহীদ মিনারের পথসভা করেন। এসময় ছাত্র-জনতাসহ শত শত মানুষ তাদেরকে দেখার জন্য ভীড় করে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com