শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৫

কক্সবাজারে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ার হাজির বাজার এলাকায় ডাম্প ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছে। এঘটনায় আরও তিন শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯), তাদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম, সিএনজি চালিত অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩২)।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অটোরিকশাটি যাচ্ছিলো পেকুয়া উপজেলা সদরের দিকে। বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে পেকুয়ায় মিনি ট্রাক (ডাম্পার) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়। আরও কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com