শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

এবারও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা

এবারও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে। প্রথমে প্রাক-নির্বাচনী ও পরে মূল ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে আগামী ২৩ জানুয়ারি। ওই পরীক্ষায় মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি।

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com