শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ইসরায়েলকে ৬৮০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির একদিন পরই বাইডেন প্রশাসন এমন ঘোষণা দিল।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র প্যাকেজটি অনুমোদনের বিষয়ে বাইডেন প্রশাসন কয়েক মাস ধরেই কাজ করছিল। গত সেপ্টেম্বরে কংগ্রেসনাল কমিটিগুলোর দ্বারা পর্যালোচনার পর অক্টোবরে বিস্তারিত আলোচনার জন্য জমা দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে, শতাধিক ছোট-ব্যাসের বোমা এবং হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট (জেডিএএম)।