সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

তুহিন আহামেদ, সাভার প্রতিনিধি:: ঢাকার আশুলিয়ায় আমিনুর রহমান নামের এক ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া সোসাইটি মোড় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুরগাঁও কারিগরি সোসাইটিতে রাসেল নামের এক ইন্টারনেট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। এরই ধারাবাহিকতায় রাসেল ও স্থানীয় জামানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে তাদের মধ্যে এই ব্যবসা নিয়ে কথা-কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে ধাক্কা-ধাক্কি থামিয়ে দেয়। এই সুযোগে জামান ও তার লোকজন এলাকায় ঢুকে বাসাবাড়িতে রাসেলের সংযোগকৃত ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।

এদিকে, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিনুর এ ঘটনার মূল উস্কানিদাতা বলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালায় জামান ও তার লোকজন। অথচ, আমিনুর এ সম্পর্কে কিছুই জানেননা। তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com