সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়তে পারে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) এ সংক্রান্ত আদেশ জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগ।
এনবিআরের সূত্রে জানা গেছে, সময়সীমা বাড়ানোর বিষয়ে একটি সারসংক্ষেপ ইতিমধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। এর আগে, গত ১৭ নভেম্বর ও ২৯ ডিসেম্বর দুই দফায় এক মাস করে রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রত্যাশিত পরিমাণ রিটার্ন জমা না পড়ায় আবারও সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকলেও প্রতিবছর প্রায় ৪০ লাখ করদাতা রিটার্ন জমা দেন। চলতি বছর রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা এবং কিছু ক্ষেত্রে রিটার্ন জমার প্রক্রিয়া পরিবর্তন করায় অনেক করদাতা সময়মতো রিটার্ন জমা দিতে পারেননি।
এনবিআরের নতুন নিয়ম অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের সরকারি কর্মকর্তা, তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে অনেক ব্যাংকারসহ বিভিন্ন পেশার করদাতারা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। তবে অনলাইন ও অফলাইনে মোট কত রিটার্ন জমা পড়েছে, সে হিসাব এখনো চূড়ান্ত করা হয়নি।