শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

আতিফ আসলাম ও হানি সিং জুটি বাঁধছেন

আতিফ আসলাম ও হানি সিং জুটি বাঁধছেন

বিনোদন ডেস্ক:: পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে দেখা করেছেন ভারতীয় ব়্যাপার-কোম্পোজার হানি সিং। সেই ছবিই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (৮ জানুয়ারী) আতিফের সঙ্গে ইনস্টাগ্রামে হানি সিং একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বর্ডারলেস ভাই’।

ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপর ভক্তদের মাঝেও বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

দুই শিল্পীর অনুরাগীরা আশা করছেন, তাদের নতুন কোনও অ্যালবাম আসছে। অনেকেই কমেন্ট বক্সেও বিভিন্ন মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘আদাত এক্স ব্লু আইজ – কোল্যাবোরেশন আসছে।’ অন্য একজন ভক্ত বলেছেন, ‘যখন সুরের জিনিয়াস র‍্যাপ জিনিয়াসের সঙ্গে দেখা করে।’

হানি সিং আবারও সঙ্গীত দুনিয়ায় ফিরে এসেছেন। সম্প্রতি দিল্লিতে এপি ধিলনের কনসার্টে গায়ক উপস্থিত হয়ে ভক্তদের মুগ্ধ করেছেন।

জ্যাজি বি-এর সঙ্গে মঞ্চ ভাগ করে হানি একটি দারুণ পারফরম্যান্স উপহার দেন। এছাড়া, হানি সিং বর্তমানে তার ডকুমেন্টারি ‘Yo Yo Honey Singh’ নিয়ে খবরের শিরোনামে রয়েছেন।

এই ডকুমেন্টারিতে তিনি তার ক্যারিয়ারের উত্থান, ব্যক্তিগত সংগ্রাম এবং ফিরে আসা নিয়ে কথা বলেছেন। ডকুমেন্টারিতে তার মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করার গোটা যাত্রা উঠে এসেছে। তবে আতিফের সঙ্গে নতুন কী গান আসছে, সেটারই অপেক্ষায় এখন নেট দুনিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com