সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

আজ মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান

আজ মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৬৮ জওয়ান

নিজস্ব প্রতিবেদক:: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর কারাগারে আটক থাকার পর আজ কারামুক্ত হতে যাচ্ছেন বিডিআরের ১৬৮ জন জওয়ান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) এসব বন্দিরা মুক্তি হবেন।

এদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি বন্দি সদস্যকে মুক্তি দেওয়া হবে কিছুক্ষণ পর।

ঢাকা জেল ছাড়াও কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জন রয়েছেন। তারা আজই মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com