শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

আজ থেকে বিপিএলের সিলেট পর্বের খেলা শুরু

আজ থেকে বিপিএলের সিলেট পর্বের খেলা শুরু

স্পোর্টস ডেস্ক:: আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে সিলেট-রংপুর ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের। দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি টেবিল টপার রংপুর ও সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী।

বিপিএলের দ্বিতীয় পর্ব চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে। প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা। প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন টিকিট।

প্রথম ম্যাচেই টেবিল টপার রংপুরের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রংপুর রাইডার্স। খুশদিল শাহ ও স্পিডস্টার নাহিদ রানার বোলিংয়ে বিপর্যস্ত বাকি দলগুলো। নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সোহানের শিষ্যরা।

ঢাকা পর্বে রংপুরের কাছে ৩৪ রানে হারলেও ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয় উপহার দিতে চায় সিলেট।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে নেট রান রেটে বরিশালের চেয়ে কিছুটা পিছিয়ে রাজশাহী। তবে ৩ ম্যাচেই রাজশাহীর নিয়মিত পারফরমার তাসকিনের দিকে তাকিয়ে থাকবে সবাই। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

তারকায় ঠাসা ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটে ভর করে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে অসহায় আত্মসমর্পণ করে ৮ উইকেটের পরাজয় বরণ করে।

প্রস্তুত সিলেট প্রস্তুত দর্শকরা। এখন অপেক্ষা বল মাঠে গড়ানোর। ঘরের মাঠে ১৮ হাজার সমর্থকদের সামনে জয় দিয়ে আসর রাঙ্গানোর অপেক্ষায় স্ট্রাইকার্সরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com