শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জঃ ব্যাংকে কাজে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতার ভাই কামরুজ্জামান অরুন। সে আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া ও ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ভাই। বৃহষ্পতিবার বিকেলে কোমরগঞ্জ একটি ব্যাংকে গেলে নবাবগঞ্জ থানা পুলিশ তাঁকে আটক করে। সে পেশায় একজন ঠিকাদার বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদ পেয়ে বিকেলে পুলিশ ঠিকাদার অরুনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তাকে আটকের খবর গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে নবাবগঞ্জ থানা পুলিশ বিষয়টি পরিস্কার করেনি। বৃহষ্পতিবার রাত ১২টায় তাঁকে জুলাই আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন রাত ১২ টায় মুঠোফোনে বলেন, আটক কামরুজ্জামান অরুনকে একটি মামলায় গ্রেপ্তার দেখনো হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হবে। তবে সে কোনো মামলায় এজাহারভূক্ত নন।
ঠিকাদার কামরুজ্জামান অরুনের স্ত্রী পামি জামান বলেন, সে কোনো দল করে না। কোন পদ পদবীও নেই। সে একজন পেশাদার ঠিকদার। কোনো মামলা নেই তারপরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে হয়রানী করছে।