সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

আইসিইউতে ফরিদা পারভীন

আইসিইউতে ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।

শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এছাড়া, আরো বেশ কিছু জটিলতা রয়েছে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী শিল্পীর সর্বশেষ অবস্থা প্রসঙ্গে বলেন, প্রয়োজনীয় সব পরীক্ষা–নিরীক্ষা শেষে আইসিইউতে রাখা হয়েছে তাকে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। তার অবস্থা কিছুটা জটিল। আমরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছি। এখন দেখা যাক।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালন সংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া, ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। এমনকি শিশুদের লালন সংগীত শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছেন এই শিল্পী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com