রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ রোধে কুষ্টিয়ায় মাস্ক ও লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে দুই হাজার পিস মাস্ক এবং লিফলেট বিতরণ করেছেন কুষ্টিয়ার তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক রিয়াজ মালিথা।

মঙ্গলবার (১৮ মে) দিনব্যাপী ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে তিনি এই মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এর আগে সোমবারও (১৭ মে) তিনি এই কার্যক্রম পরিচালনা করেন তার নিজ এলাকায়।

মঙ্গলবার সকাল থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চরপাড়া, কুশাবাড়িয়া, মিটন ও বুরাপাড়া গ্রামে এসব মাস্ক বিতরণ করা হয়। ওই এলাকায় যেসব পথচারীদের মাস্ক ছিল না, তাদের মাস্ক পরিয়ে দেন তিনি।

এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান রিয়াজ মালিথা। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালান এই তরুণ সমাজসেবক।

কর্মসূচি প্রসঙ্গে সমাজসেবক রিয়াজ মালিথা বলেন, এটি আমার ক্ষুদ্র প্রয়াস। করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্যও এটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সুরক্ষার কাজ করবে।

উল্লেখ্য, এলাকার উন্নয়নে এবং একটি তারুণ্যনির্ভর সমাজ গঠনে দীর্ঘদিন ধরেই নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার তরুণ ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক রিয়াজ মালিথা। এর আগেও এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: মে ১৯, ২০২১
ইকে/এইচএমএস/

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com