রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে স্থায়ী ঠিকানা পেয়েছেন ৯০ জন ভুমিহীন দরিদ্র অসহায় পরিবার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুন জানান, আগামীকাল রবিবার সকাল সারে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। ভুমিহীনদের মাঝে দেওয়া আশ্রয়ন কেন্দ্রে, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ন-২ এর আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহায়তায় গৃহ নির্মান কার্যক্রম সহায়ক হিসেবে কালিয়াকৈর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৯০ অসহায় ভুমিহীন পরিবারকে বিনামুল্যে জমি ও একটি করে সেমি পাকা ঘর নির্মান করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য নির্মান ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাদের জন্য।