বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম ব্যুরো: বন্দর নগরী চট্টগ্রামের ব্যস্ততম এলাকা অলংকার মোড়ে চলছে রমরমা জুয়া, মাদক ও দেহ ব্যবসা। অনুসন্ধানে জানা যায় অলংকার পুলিশ বক্সের পূর্ব পার্শ্বে আয়োজন রেস্তোরা ভবনের উপরে চট্টগ্রাম পাহাড়তলী ক্লাব লিঃ এর মধ্যে দিনে-রাতে ২৪ ঘন্টা চলছে জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন। স্থানীয় পার্শ্ববতী দোকানদাররা অভিযোগ করেন, তাদের এহেন কর্মকান্ডের জন্য ব্যবসা বাণিজ্য নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনুসন্ধানে আরো জানা যায়, ক্লাব পরিচালনাকারী কর্তৃপক্ষ কাউকে তোয়াক্কা না করে বড় সাহেবদেরকে ম্যানেজ করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়া অলংকার মোড় ও আশে পাশের এলাকায় আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা ও মাদক ব্যবসা এবং মাদক চোরা চালানের নিরাপদ আশ্রয়স্থল।স্থানীয় লোকজন এসব অসামাজিক কাজ থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছেন।