সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

বিশ্বের প্রথম ‘মহাকাশ হাসপাতাল’ করছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাত মহাকাশে হাসপাতাল তৈরি করছে যেখানে ন্যানো প্রযুক্তির মাধ্যমে মহাকাশচারীদের চিকিৎসা দেওয়া হবে। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রণালয় এধরনের হাসপাতাল তৈরির ঘোষণা দিয়ে বলেছে দেশটির জাতীয় মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তবে ন্যানো প্রযুক্তির মাধ্যমে মহাকাশচারীদের চিকিৎসা করবেন পৃথিবী থেকে চিকিৎসকরা। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের নারী মুখপাত্র ড. কালথোম আল-বালুশি জানান, হাসপাতালটি চালু করার আগে এটি পরীক্ষা করা হবে। আমিরাত ২০২০ সালের মধ্যে মঙ্গলে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

খালিজ টাইমসকে এ প্রকল্পের প্রধান টেরি কারিম লুইস বলেন, পৃথিবী থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মহাকাশ হাসপাতালে ন্যানো রোবট মহাকাশচারীর প্রয়োজনীয় চিকিৎসা করবে। ইঞ্জেকশন দেবে। রোগির দেহে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। কারণ ন্যানোরোবট মহাকাশচারীর দেহে আক্রান্ত বা সংক্রামিত কোষ চিহ্নিত করে তা ভেতর থেকেই চিকিৎসা করবে। ইলেক্ট্রোনিং স্ক্যান করে মহাকাশচারীর দেহের রোগ নির্ণয় করা হবে। যা হবে খুবই নিখুঁত প্রযুক্তি যা ভবিষ্যতে মানব চিকিৎসার জন্যে কাজে লাগবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com