সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইন্দোনেশিয়ার জাকার্তায় আসর শুরু হবে আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। ৮ জাতির এ টুর্নামেন্টকে সামনে রেখে এশিয়ান হকি ফেডারেশন সূচী প্রকাশ করেছে। সূচী অনুযায়ী বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। লাল-সবুজ দলের প্রতিপক্ষ হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। জাকার্তায় এশিয়া কাপে জাতীয় দলের নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান। এই আসরে অন্তত একটি ম্যাচ জয়ের আশা করছে বাংলাদেশ। অপরদিকে এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া।
থাইল্যান্ডের ব্যাংককে ৬-১৫ মে হতে যাওয়া ৯ দলের এই বাছাই পর্বের গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ পড়েছে চার দলের পুল ‘বি’- তে। যেখানে ইন্দোনেশিয়া ছাড়াও বাংলাদেশের সঙ্গী- শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। পাঁচ দলের পুল ‘এ’- তে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং চীন, উজবেকিস্তান ও কাজাখস্তান।
এশিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ৬টি দল। পুল ‘এ’-তে থাকা হংকং চীন এবং উজবেকিস্তনের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।
থাইল্যান্ডের এশিয়ান গেমস বাছাইয়ের পর পরই রয়েছে এশিয়া কাপ হকি। সূচী অনুযায়ী বাংলাদেশ ২৩ মে দক্ষিণ কোরিয়া, ২৪ মে ওমান এবং ২৬ মে মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করবে। এবার অন্তত একটি ম্যাচ জয়ের আশা করছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ওমানের সঙ্গে আমরা জয়ের আশা করছি। তবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া শক্ত প্রতিপক্ষ হলেও তাদের সঙ্গে শক্তি-সামর্থ্য অনুযায়ী ভাল খেলার চেষ্টা করব।’
১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও ১২মে সিঙ্গাপুরের বিপক্ষে পুলের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ মে আসরের দুই সেমি-ফাইনাল ও দুটি স্থান নির্ধারণী ম্যাচ হবে, ফাইনাল ১৫ মে। সেদিনই দিন তৃতীয় স্থান নির্ধারণীসহ তিনটি স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয় হকি দল জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে খেলার আগে আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস হকি বাছাইপর্বে অংশ নেবে। এই দলটির নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। উল্লেখ্য, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে শীর্ষ চারে থাকতে পারলে বাংলাদেশ চীনে আসন্ন এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে, বাহফের পাশে আবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
আগামী মাসে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায়- দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি ১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব ও এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষ্যে ২০ সদস্যের জাতীয় দলকে প্রশিক্ষণ দিচ্ছেন জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমন গোবিনাথন কৃষ্ণমূর্তি। তবে তার ডেপুটি হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম মিতুল। এদিকে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে দুটি গ্রুপে ৯টি দল অংশ নিচ্ছে। তবে বাছাইপর্বে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দল খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং, উজবেকিস্তান ও কাজাখস্তান। ৪ মে এশিয়ান গেমসের বাছাই খেলতে বাংলাদেশ হকি দল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবে।
এই দুই আসরের জন্য আগেই ২০ সদস্যের দল ঘোষণা করেছে হকি ফেডারেশন।
বাংলাদেশের ১৮ সদস্যের দল : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।