বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

১০০ টাকা পাঠালে আড়াই টাকা পাবেন প্রণোদনা

অনলাইন নিউজ ডেস্কঃ রেমিট্যান্স (প্রবাসী আয়) প্রবাহ বাড়াতে এই খাতের নগদ প্রণোদনা শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়িয়েছে সরকার। প্রণোদনার নতুন হার ২ দশমিক ৫০ শতাংশ। ফলে এখন থেকে ১০০ টাকা রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের স্বজনরা মোট ১০২ টাকা ৫০ পয়সা পাবেন। নতুন বছর থেকেই এ হার কার্যকর।

শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ ১ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো ওই আদেশে বলা হয়, জনগণের সার্বিক জীবনমান উন্নয়ন, বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, অর্থ পাচার প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত আয় বৈধ উপায়ে দেশে পাঠাতে উৎসাহিত করতে প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হার কার্যকর করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিতে কেন্দ্রীয় ব্যাংককে আদেশ দেওয়া হয়।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৬০০ কোটি (২৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্সের লক্ষ্যমাত্রা অর্জনে প্রণোদনা বাড়ানো হয়েছে। রেমিট্যান্সের লক্ষ্য অর্জন করতে গেলে প্রণোদনা আরেকটু বাড়িয়ে দেওয়ার দরকার ছিল।

রেমিট্যান্স পাঠাতে যে খরচ হয়, প্রণোদনা সেটি কভার করতে পারছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রণোদনা বাড়িয়ে দেওয়ায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কাভার হবে। এতে লক্ষ্যমাত্রাও অর্জন হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com