বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া নামক স্থানে মাইক্রোবাসে গুলি করে কারখানার ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড নামের পোশাক তৈরির কারখানার জেনারেল ম্যানেজার (প্রডাকশন) খোরশেদ আলম বাদী হয়ে রোববার রাতে ওই মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত টাকা উদ্ধার করতে পারেনি।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি থানা পুলিশকে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান বলেন, পুলিশের একাধীক এডিশনাল এসপি ও সার্কেল এসপি কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কাজ করছেন। আশা করি দ্রুত টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে সক্ষম হবো।

উল্লেখ্য, ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড নামের পোশাক তৈরির কারখানার কর্মকর্তারা ব্যাংক এশিয়া কালিয়াকৈর শাখা থেকে কারখানার ৮০ লাখ ২২ হাজার টাকা একটি চটের ব্যাগে ভরে ব্যাংকের নিরাপত্তা কর্মীর মাধ্যমে একটি মাইক্রোবাসে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া নামক নির্মাণাধীন ওভার ব্রীজের পূর্ব পাশে আসা মাত্র আরো ৩-৪জন ছিনতাইকারী গাড়ী দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে। এসময় তিনটি মোটরসাইকেল থেকে নেমে ছিনতাইকারীরা ৬-৭ রাউন্ড গুলি করে পরে টাকার বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে গাড়ীতে থাকা নিরাপত্তা কর্মী গোলাপ ও শহিদুল ইসলাম বাধা দেয়। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা মাইক্রোবাস থেকে নিয়ে পিকআপভ্যানে তুলে চলে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com