শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন।
বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন শোয়েব আখতার।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। এই হার একেবারেই মেনে নিতে পারছেন না শোয়েব আখতার। পরাজয়ের জন্য মহম্মদ রিজওয়ানের ধীরগতির ব্যাটিং, বাবর আজমের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। নিজের ইউ টিউব চ্যানেলে পাক টিম ম্যানেজমেন্টকে একাহত নিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। পাওয়ার প্লে-তে ১৯টা ডট বল খেলার জন্যই শুরু থেকে ভারতের বিরুদ্ধে পিছিয়ে গিয়েছিল বাবরের দল। এমনটাই মনে করেন প্রাক্তন পাক স্পিডস্টার।
শোয়েব বলেছেন, ‘প্রথমে আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই। ভারত এবং পাকিস্তান দুই দলই এই ম্যাচ হারতে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, ভারত অনেকাংশে সফল হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হার্দিক পা-িয়া জয় ছিনিয়ে আনে।’ এরপরেই পাক ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, ‘মহম্মদ রিজওয়ান যদি ৪২ বলে ৪৩ রান করে, তা হলে রান হবে কী ভাবে? ও প্রথম ৬ ওভারে ১৯টি ডট বল খেলেছে, পাওয়ারপ্লেতে এতগুলি ডট বল খেললে তো সমস্যায় পড়তেই হবে।’ পাশাপাশি দুই দলের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘রোহিত শর্মা এবং বাবর আজম অত্যন্ত খারাপ দল নির্বাচন করেছে। ভারত ঋষভ পন্থকে বাদ দিয়েছিল, আর পাকিস্তান ইফতেকারকে চার নম্বরে খেলায়।’
এ ছাড়া বাবর আজমকেও তিন নম্বরে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ফের যোগ করেন, ‘কত বার বাবর আজমকে তিন নম্বরে নেমে ইনিংস শেষ করার কথা বলেছি। ওপেন করবে ফখর জামান ও মহম্মদ রিজওয়ান ম্যাচে শাদাব খান এবং ও আসিফ আলিকে নামানো হয়। বাবর আজম কেন অধিনায়কত্ব করছে বুঝতেই পারছি না!’
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন আপনার ধারণার চেয়ে সহজ হতে পারেস্নাতকোত্তর ডিগ্রী । স্পন্সর লিঙ্ক
বিশেষজ্ঞদের সতর্কতা যদি আপনি আপনার বাগানে এই বাগটি দেখতে পান।
টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ২৬ রানে ৪ উইকেট নেন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও সফল হার্দিক। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। ফলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হার্দিক।