বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

৪৯ বছরেও দাবি পূরণ হয়নি একটি ব্রিজের 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দেশ স্বাধীনের পর থেকেই একটি ব্রিজের অপেক্ষায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা-ধুনচি এলাকার হাজারো মানুষ। গ্রাম দুটির ভেতর দিয়ে বয়ে যাওয়া ফুলজোড় নদীর ওপর একটি ব্রিজের দাবি পূরণ হয়নি দীর্ঘ ৪৯ বছরেও।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজারও মানুষের যাতায়াত ফুলজোড় নদীর এই খেয়াঘাট দিয়ে। ঝুঁকিপূর্ণ খেয়া পাড়ি দিয়েই কামারখন্দ উপজেলাসহ বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল ও হাটবাজারে যেতে হয় তাদের।

খেয়াঘাটের মাঝি হাসান জানান, নদীর দুই দিকে দুর্গাপুর, তেতুলিয়া, ধুনচি, দশশিকা, পেচরপাড়া, সড়াবাড়ি, বড়কুড়া, ছোটকুড়া, মুগবেলাই, ঝাঁটিবেলাই, গাড়াবাড়ীসহ বেশ কয়েকটি গ্রামের লাখো মানুষের বসবাস।

কামারখন্দ উপজেলার জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ জানান, এ এলাকার জনগণ খুবই অবহেলিত। একজন ইউপি চেয়ারম্যানের পক্ষে পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ আদৌ কি সম্ভব? তিনি বারবার ব্রিজ নির্মাণের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। যার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে এবং ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট হয়েছে।

কামারখন্দ উপজেলা প্রকৌশলী এস এম সানজিদ আহমেদ জানান, এখানে ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যেই সয়েল টেস্ট হয়েছে। অল্প দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া হবে বলে আমি আশাবাদী। ব্রিজটি নির্মাণ হলে এ এলাকার হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com