বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

৪৮ ঘন্টা অবরোধে রূপগঞ্জে আইন-শৃঙ্খলার বাহিনী তৎপর

নিজাম উদ্দিন আহমেদ-রূপগঞ্জ: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে নৈরাজ্যে ঠেকাতে রূপগঞ্জের সর্বত্রই আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর রয়েছে।

রবিবার (৫ নভেম্বর) রূপগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে যেমন গোলাকান্দাইল গোল চত্বর, কাঞ্চন মায়ার বাড়ি, বরপা, রুপসি ও তারাবো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে সকাল থেকে তৎপরতা থাকতে দেখা গেছে। রূপগঞ্জের সকল এলাকায় সকাল থেকেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দফায় দফায় অবরোধ বিরোধী শ্লোগান তুলে মিছিল করতে দেখা যায়।

ভুলতা ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজ জানান অবরোধে নাশকতা ঠেকাতে এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সর্তক অবস্থায় আছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com