বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগোলেও মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে। মেসির পুরো দল না আসলেও বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজে আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসছেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে আসলেও মার্টিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এদিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সামাজিকযোগাযোগ মাধ্যমে মার্টিনেজ লিখেছেন, ‘আমি ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, ৩ জুলাই থেকে ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু করবো। আমার যাত্রা শুরু হবে বাংলাদেশকে দিয়ে, যেখানে আমি ফান্ড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস দলের সঙ্গে সাক্ষাত করবো।’
এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু। কলকাতা থেকে কদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘সে (মার্টিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে।’