বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারীতে কৃষিতে প্রযুক্তির প্রয়োগ ও কৃষকদের সহায়তার অংশ হিসেবে দুই কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ দুই কৃষকের মাঝে হারভেস্টর বিতরণ করা হয়।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কহিনুর আক্তার এবং আদিতমারী এলাকার হারুন অর রশীদ মেশিনের মূল্যের অর্ধেক দিয়ে আনুষ্ঠানিক ভাবে চাবি গ্রহণ করেন। মেশিনের মোট মূল্য ৩৯ লাখ টাকার অর্ধেক কৃষক নিজেই পরিশোধ করেন বাকি অংশ সরকারী সাহায্য তহবিল থেকে প্রদান করা হয়।
কৃষকদের আবেদনের প্রেক্ষিতে যোগ্যতা অনুসারে দুই কৃষককে নির্বাচিত করা হয়।
এই কম্বাইন্ড হারভেস্টর মেশিনের মাধ্যমে ধান, গমসহ দানা জাতীয় ফসলের কাটাই, মাড়াই, ঝাড়াই সহ অটোমেটিক বস্তাবন্দী করা যাবে। এতে ফসলের গুনগত মান রক্ষা করেই বস্তায় ভরাট করা যাবে।
এসময় জেলা কৃষি কর্মকর্তা হামিদুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।