মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ একদিনের ক্রিকেটে, ৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি হাকিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১১০ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০০ রান করেছেন। একদিনের ক্রিকেটে ১১তম সেঞ্চুরিটি করেছেন। আর সেই সেঞ্চুরিকে ক্যারিয়ার সেরা ইনিংস বানিয়ে ফেলেছেন। ১৩৯ বলে ১৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৪১ রানের ইনিংস উপহার দেন আশরাফুল।
বয়স পেরিয়েছে ৩৭, আগামী ৭ জুলাই স্পর্শ করবেন ৩৮! এখনও উদ্যম কমেনি বিন্দুমাত্র। আকাক্সক্ষা, চেষ্টা, ধৈর্য আর প্রত্যয় সবই আছে অটুট! এমনকি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন। সেটা যে শুধু কথাতেই সীমাবদ্ধ নেই তা আরেকবার মনে করিয়ে দিলেন তিনি। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে ওপেনিংয়ে নেমে বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এই ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেন তিনি। অধিনায়কের এমন ইনিংসে ৩৬ রানে জিতেছে আগে ব্যাট করে ব্রাদার্স ৫০ ওভারে ৪ উইকেটে ৩০৯ রান তুলে। রূপগঞ্জ ৪৭.৪ ওভারে গুটিয়ে যায় ২৭৩ রানে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ৬ হাজার রানও পূর্ণ করেছেন আশরাফুল।
ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স দলের বিপক্ষে বিকেএসপিতে তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের হয়ে এমন ইনিংস খেলেন তিনি। এরআগে ১২৭ রানের ইনিংস ছিল একদিনের ক্রিকেটে আশরাফুলের সেরা ইনিংস। এবার ডিপিএল তেমন ভাল যাচ্ছে না আশরাফুলের। কোনভাবেই ব্যাট হাতে তেমন কিছু করতে পারছেন না, বরং বল হাতেই ম্যাজিক দেখিয়ে কয়েক ম্যাচ আগে ৫ উইকেট শিকার করে কিছুটা আলোচনায় আসেন। বয়স পেরিয়েছে ৩৭, আগামী ৭ জুলাই স্পর্শ করবেন ৩৮!