রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য চেয়ে ফেঁসে গেলেন বাড়ির মালিক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সরকারি সেবার কলসেন্টার ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তা চেয়ে উল্টো ফেঁসে গেছেন চারতলা একটি ভবনের মালিক। খাদ্য পাওয়া তো দূরের কথা এখন তাকে উল্টো জরিমানা হিসেবে ১০০ জনকে খাদ্য সহায়তা দিতে হবে।

আর ১০০ জনের প্রত্যেকের জন্য সহায়তার প্যাকেটে থাকবে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি করে আলু, এক কেজি করে ডাল, সয়াবিন তেল, লবণ ও পেঁয়াজ।

বৃহস্পতিবার (২০ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা জানান, এক ব্যক্তি ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চান। বিষয়টি জানতে পেরে সেখানে সরেজমিনে হাজির হয়ে দেখা যায়, তিনি নিজেই একটি চারতলা ভবনের মালিক। নিছক দুষ্টুমির ছলে ফোন করেন তিনি। এভাবে সরকারি শ্রম, সময় ও সহায়তার অপব্যবহারের চেষ্টা করায় জরিমানা হিসেবে তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com