বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

৩২ হাজার রুপি বিক্রি পোশাক’

অনলাইন ডেস্ক : সম্প্রতি নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে হলুদ রঙের গাউন পরতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে । ভোটদানের দিন তার স্ফীতোদর নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের একাংশ । আর তার পরেই হলুদ রঙের এই গাউন পরে প্রকাশ্যে আসেন তিনি । সেখানে স্পষ্ট হয় অন্তঃসত্ত্বা দীপিকার স্ফীতোদর । কিন্তু, এখন চর্চায় দীপিকার এই হলুদ গাউন ।

দীপিকা নিজেই সেই হলুদ গাউনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন । সঙ্গে জানান, এই পোশাক তিনি বিক্রি করছেন । তিনি এই পোস্টে লেখেন, “একদম নতুন! কে পোশাকটি পেতে চলেছেন?”
সেই পোস্টেই দীপিকা জানান, এই পোশাক বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা চলে যাবে এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে ।

দীপিকার পরা পোশাক বিক্রি হতে যে বেশি সময় লাগবে না, তা বলাই বাহুল্য । তাই কয়েক মিনিটের মধ্যেই দীপিকা জানান, পোশাকটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে । পোশাকশিল্পীদের ডিজাইন করা এই পোশাক বিক্রি হয়েছে ৩২ হাজার রুপিতে । দীপিকার টিম-এর পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে জানানো হয়, মাত্র ২০ মিনিটের মধ্যে ৩২ হাজার রুপিতে বিক্রি হয়েছে এই পোশাক ।

উল্লেখ্য, মুম্বাইয়ে ভোট দিতে যাওয়ার সময় থেকে ট্রোলিংয়ের শিকার হন দীপিকা । নেটাগরিকের একাংশ প্রশ্ন তোলেন, অভিনেত্রীর স্ফীতোদর আসল কি না । কিন্তু বরাবরের মতো সৌজন্যের সঙ্গে তাদের জবাব দেন অভিনেত্রী । হলুদ গাউনে স্পষ্ট স্ফীতোদর দেখে চুপ হয়ে যান সেই নেটাগরিকেরা । দীপিকার স্বামী তথা অভিনেতা রণবীর সিংও স্ত্রীর প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com