মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন

৩২ হাজার টন কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ

বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে, গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৮ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামাপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এদিকে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com