বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

৩০০ টাকায় দেখা যাবে বিপিএলে এলিমেনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: দেখতে দেখতে প্রায় শেষের দেরগোড়ায় গিয়ে পৌছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্লে অফ নিশ্চিত করা চারটি দল লড়বে এবার ট্রফির লড়াইয়ে। বাড়ছে দর্শকদের আগ্রহ আর সমাগম। এবারের আসরের এলিমেনেটর ও প্রথম কোয়ালিফায়ার দেখা যাবে সর্বনিম্ন ৩০০ টাকায়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমেনেটর ম্যাচে লড়বে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স।

এক বিবৃতি দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) এই দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বনিম্ন ৩০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

তবে লিগ পর্বের খেলা থেকে দাম বেড়েছে টিকিটের। এর আগে সর্বনিম্ন ছিল ২০০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। ৩০০ টাকা বেড়েছে ক্লাব হাউজ এবং ৫০০ টাকা বেড়েছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

আজ ও কাল ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com