বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

২ বছর পর জানা গেল মম–শিহাবের বিচ্ছেদের খবর

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: গুনী নির্মাতা শিহাব শাহীন এবং জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মমর বিচ্ছেদ হয়েছে জানা গেল দুই বছর। এক সাথে গত দু্ই বছর ধরে থাকছেন না তারা।

বিয়ের খবর বিয়ের ঠিক চার বছর পর প্রকাশ্যে এনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। পরের বছর, ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের খবরটি দুজনেই মানে মম ও শিহাব শাহীন গণমাধ্যমকে বিষয়টি জানান।

মম জানান, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’ এদিকে বুধবার দুপুরে শিহাব শাহীন বললেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।

২০১৫ সালের কথা। বিয়ের খবর প্রকাশ্যে আসার আগে মম ও শিহাব শাহীনের প্রেম ও বিয়ের খবর অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। অবশ্য শুরুর দিকে দুজনের কেউই বিয়ের কথা স্বীকার করেননি। তবে বিনোদন অঙ্গনের বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের দুজনের একসঙ্গে উপস্থিতি বিয়ের বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে। ২০১৯ সালের ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে নিজেরা জানান তাঁদের বিয়ের খবর। শুধু তা-ই নয়, নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা জানান তাঁরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com