রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

২৯ মার্চ মিরপুরে এ আর রহমানের কনসার্ট

স্পোর্টস রিপোর্টার:: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনে ২০২০ সালের মার্চে মিরপুর শের-ই-বাংলায় এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ ‘মুজিব হান্ড্রেড কাপ’ আয়োজন করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সঙ্গে ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানকেও নিয়ে এসে কনসার্ট করার কথা ছিল।

কিন্তু করোনার ধাক্কায় পুরো পৃথিবী থমকে যায়। পিছিয়ে যায় বিশাল আয়োজন। তবে দুই বছর পর হলেও সেই উৎসবের একাংশ আলোর মুখ দেখতে যাচ্ছে। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এখনই ম্যাচ আয়োজন করতে পারছে না বিসিবি। এজন্য শুধু কনসার্টটি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ২৯ মার্চ মিরপুরেই হবে এ আর রহমানের কনসার্ট। নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সময়ও চেয়েছে বিসিবি।

শুধু এ আর রহমান নন, বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীত তারকারও এই উৎসবের মঞ্চে পারফর্ম করবেন। এর আগেও বিসিবি এ আর রহমানকে উড়িয়ে এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই গুণী সংগীত শিল্পী।

২০২০ সালের ২০ ও ২১ মার্চ তারকা ক্রিকেটারদের নিয়ে দুইটি ম্যাচ আয়োজনের কথা ছিল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ফাফ ডু প্লেসিসদের ম্যাচগুলোতে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু মহামারির ধাক্কায় সেই আয়োজন থেকে সরে আসে বিসিবি।

তবে সামনে সুযোগ পেলেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। প্রধান নির্বাহী বলেন, ‘আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসিনি। ম্যাচ দুইটি আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সুযোগ পেলে যেকোনো সময় আমরা আয়োজন করবো। এখন কনসার্টটি করছি। মিরপুরে ২৯ মার্চ কনসার্টটি হবে সেই পরিকল্পনাতেই এগোচ্ছি।’

মিরপুরে ১৫ মার্চ থেকে ঢাকা লিগ শুরু হওয়ার সূচি রয়েছে। এ আর রহমানের কনসার্টের জন্য মার্চের শেষ দিকের দুই রাউন্ডের ম্যাচ হবে ইউল্যাব মাঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com