শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

২৭ মামলার আসামি ৫ বছর পর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : গাজীপুরে সাজাপ্রাপ্ত ২৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া থানাধীন রপ্তানি এলাকায় জিএমপি সদর থানার পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মো. মোফাজ্জল হোসেন (৪৩) সদর থানাধীন সামান্তপুর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সদর থানায় দীর্ঘদিন যাবৎ মুলতবি থাকা বিভিন্ন মেয়াদে ১৯টি (সিজার প্রতিটি ১ বছর করে) সাজা ও ৮টি সিজার্যসহ মোট ২৭টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি ছিলেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল করিম রাফি জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com