রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে দুর্ঘটনা এড়াতে শুক্রবার বেলা ২টা থেকে দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ নৌরুট হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
দীর্ঘ ২৭ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার বিকাল ৪টার পর ফেরি চলাচল শুরু হয়।
এ তথ্য জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহ-ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম।
এদিকে এই নৌরুটে লঞ্চ- ফেরি চলাচল বন্ধ থাকায় দুপারে যানজট সৃষ্টি হয়েছে।