শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

২৫ আগস্ট থেকে স্কুল হ্যান্ডবল শুরু ৪০ দল নিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ৪০টি স্কুল দল নিয়ে বৃহস্পতিবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে পোলার আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় (বালক ও বালিকা) স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের খেলা। অংশ নেওয়া সবগুলো স্কুলই ঢাকার। এর মধ্যে বালক বিভাগে ২২টি ও বালিকা বিভাগে রয়েছে ১৮টি স্কুল।

ছয় দিনব্যাপী টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৭ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি অর্থ সংকুলান করা হবে ফেডারেশনের তহবিল থেকে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টেট উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এ সময় পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি গোলাম হাবিব এবং সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. সেলিম মিয়া বাবু উপস্থিত ছিলেন এবং বিভিন্নœ প্রশ্নের উত্তর দেন ।

বালক বিভাগ ॥
১) সানিডেল স্কুল, ২) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ৩) সেন্ট গ্রেগরী হাই স্কুল, ৪) শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ৫) মাইলস্টোন কলেজ, ৬) আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ৭) ধানমন্ডি টিউটরিয়াল, ৮) নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, ৯) মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ১০) মডেল একাডেমি, ১১) সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, ১২) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ১৩) ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, ১৪) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ১৫) মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ১৬) কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ১৭) গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল,ঢাকা, ১৮) বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ১৯) শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, ২০) নৌবাহীনি কলেজ, ২১) মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ২২) ঢাকা গভ: মুসলিম হাই স্কুল।

বালিকা বিভাগ ॥
১) ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ, ২) সানিডেল স্কুল, ৩) কদমতলা পুর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ৪) মাইলস্টোন কলেজ, ৫) শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ৬) ধানমন্ডি টিউটরিয়াল, ৭) মডেল একাডেমি, ৮) সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, ৯) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ১০) আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ১১) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ১২) বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ১৩) মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ১৪) শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম ক্যান্টনমেন্ট স্কুল, ১৫) শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, ১৬) নৌবাহীনি কলেজ, ১৭) মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, ১৮) সিদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com