শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (রানা ০*: বিজয় ০, মুমিনুল ২১, শান্ত ৮, সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিক ৩৫, মিরাজ ৩১, নাঈম ২৫, এবাদত ৮, তাইজুল ৩৩)
প্রথম দিনেই ৮ উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু লেজের দিকে গতকাল থেকে প্রান্ত আগলে ছিলেন তাইজুল। দ্বিতীয় দিন দলের আশার আলো হয়ে ব্যাট করতে নামেন তিনি। সেই লক্ষ্যে ভালো চেষ্টাও করতে থাকেন। অন্যপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও ২২০ রান থেকে স্কোরটা প্রায় আড়াইশর কাছে নিয়ে গেছেন। তার প্রতিরোধেই বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে ৪৫ মিনিটের মতো প্রতিরোধ গড়তে পেরেছে। শেষ উইকেট হিসেবে দিনুশার বলে মেরে খেলতে গিয়ে ৩৩ রানে কাটা পড়েছেন তিনি। তাতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৪৭ রানে। তাইজুলের ৬০ বলের ইনিংসে ছিল ৫টি চার।
অবশ্য ২৪৭ রান কম মনে হলেও উইকেটের অবস্থায় সেটা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। যা সম্ভব হয়েছে তাইজুলের কারণে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ ৩ উইকেটে ৫০ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।
শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন সোনাল দিনুশা ও আসিথা ফার্নান্ডো। দুটি নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো। একটি করে নিয়েছেন থারিন্দু রত্নায়েকে ও ধনাঞ্জয়া ডি সিলভা।
দিনের শুরুতে এবাদতের বিদায়ে পড়লো নবম উইকেট
ইনিংস সমৃদ্ধ করার আশাতে দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম প্রান্ত আগলে থাকলেও অন্যপ্রান্ত নড়বড়ে। চতুর্থ ওভারেই ফিরেছেন পেসার এবাদত হোসেন। তাকে এলবিডাব্লিউ করেছেন আসিথা ফার্নান্ডো। রিভিউ নিয়েও রক্ষা পাননি এবাদত।
ইনিংস সমৃদ্ধ করার আশায় দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে যে আশা নিয়ে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছিল তাতে মোটেও সফল হয়নি শান্তর দল। প্রথম দিনটি শেষ করেছে হতাশায়। শুরুর দিনেই সফরকারীরা ব্যাক ফুটে পড়ে গেছে। ৮ উইকেটে ২২০ রানে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিন শুরু করেছে স্কোরবোর্ড আরও সমৃদ্ধ করার আশায়। প্রথম দিনেই সাদমান জানিয়েছেন, তাদের লক্ষ্যের কথা। প্রথম ইনিংসে তারা ২৭০-২৮০ রান সংগ্রহ করতে চান। কিন্তু মাঠে এখন রয়েছেন তাইজুল ও এবাদত। তারা কতটা টেনে নিয়ে যেতে পারেন সেটাই দেখার।
প্রথম দিন ভালো ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম (৪৬)। একই অবস্থা হয়েছে লিটন দাস (৩৪), মুশফিকুর রহিম (৩৫) ও মেহেদী হাসানেরও (৩১)। তাতে প্রথম ইনিংসে প্রথম দিনে ২০৮ রান তুলতেই ৮ উইকেট পড়ে সফরকারীদের। বৃষ্টির কারণে পুরো ৯০ ওভারের জায়গায় হয়েছে ৭১ ওভার। তাই ম্যাচ শুরু হয়েছে একটু আগে।
প্রথম দিনে লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো ও সোনাল দিনুশা। একটি করে নিয়েছেন থারিন্দু রত্নায়েকে ও ধনাঞ্জয়া ডি সিলভা।