বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: বিশ্ববাসী কয়েকদিন আগে ‘রক্তিম চাঁদ’ তথা চন্দ্রগ্রহণ দেখেছে। এবার আসছে বছরের শেষ সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এই বিরল দৃশ্য দেখা সম্ভব হবে না।
ভারতীয় পঞ্জিকা অনুসারে জানা গেছে, আগামী রোববার সংঘটিত হবে এই সূর্যগ্রহণ, যা হবে আংশিক। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।
গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা। এই আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে ফেলবে। ফলে আকাশে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতিতে দেখা যাবে।
জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩টা ৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১টা ৪১ মিনিটে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।
শুধু বাংলাদেশ নয়; ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ উত্তর গোলার্ধের অধিকাংশ দেশ এবং আমেরিকার বেশির ভাগ অঞ্চল থেকেও এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।